রাজধানীর মিরপুরে পুলিশের নির্যাতনে ঝুট ব্যবসায়ী সুজন হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য উপ-পরিদর্শক (এসআই) জাহিদ ও পুলিশের সোর্স নাসিম শেখকে আরো ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমান এ আদেশ দেন।
এর আগে ৫ দিন রিমান্ড শেষে এসআই জাহিদ ও পুলিশের সোর্স নাসিম শেখকে আদালতে হাজির করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন আসামিদের আরো ১০ দিন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত অভিযুক্তদের ৪ দিনের রিমান্ডে পাঠান।
গত ১৫ জুলাই ঝুট ব্যবসায়ী সুজনকে নির্যাতন করে হত্যার অভিযোগে এসআই জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। ১৭ জুলাই তাকে মামলায় গ্রেপতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড মঞ্জর করে আদালত।
এ হত্যা মামলার এজাহারে আছে, অভিযুক্ত আসামিরা সুজনকে গ্রেপ্তার করে থানাহাজতে না রেখে নিজ হেফাজতে রাখেন এবং সুজনের স্ত্রী ও শিশু সন্তানকে মহিলা হাজতখানায় রাখেন। এরপর রাত ৩টা ৪৩ মিনিটে ভিকটিমকে নিয়ে কথিত অস্ত্র উদ্ধারের জন্য বের হন। পরে ভোর ৫টা ২৭ মিনিটে আসামি এসআই জাহিদ মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন খানকে মোবাইল ফোনে জানান, পথিমধ্যে ভিকটিম সুজনের বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।