মুক্তিযোদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি ২ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।
বুধবার আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলামের করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাদীন বেঞ্চ এ আদেশ দেয়।
আগামী ৬ সেপ্টেম্বর আপিলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করে আদালত।
গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে একই বছরের ৬ জুন আপিল করে আসামিপক্ষ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: