ভেজাল প্যারাসিটামল সিরাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপক ও একজন পরিচালকসহ তিন জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার ড্রাগ আদালতের বিচারক মো. আবদুর রশিদ এ রায় ঘোষণা করেন।
একইসঙ্গে ৩ আসামির প্রত্যেককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মামলার এজহারে বলা হয়েছে, অ্যাডফ্লেমের প্যারাসিটামল সিরাপে বিষাক্ত উপাদান থাকায় অনেক শিশু কিডনি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে ৭৬ জন মারা যায়।
১৯৯৩ সালে প্রতিষ্ঠানটির প্যারাসিটামল সিরাপে বিষাক্ত উপাদানের উপস্থিতি ধরা পড়লে ওষুধ প্রশাসন অধিদপ্তর প্রতিষ্ঠানটির ৮ জনের বিরুদ্ধে মামলা করে। দীর্ঘ ২১ বছর পর রায় হলো বহুল আলোচিত মামলাটির।
এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই জনকে খালাস দেয়া হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: