নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নে বিধিমালা চূড়ান্ত করে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিকেলে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দিয়েছে।
আদেশের অনুলিপি পাওয়ার দুই মাসের মধ্যে সরকারকে এ আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে আদালত।
এর আগে ২৬ মে এ ব্যাপারে রুল জারি করে এ আইন বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন চায় আদালত। সেই অগ্রগতির প্রতিবেদন পাওয়ার পর এ আদেশ দেয়া হলো বলে জানান রিটকারীর আইনজীবীরা।
গত ২১ মে দেশের সব নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ নামের একটি সংগঠন হাইকোর্টে ওই রিট আবেদনটি করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: