নারায়ণগঞ্জে মা-মেয়েকে হত্যার দায়ে তিন জনের ফাঁসির আদেশ দিয়েছে জেলা আদালত। বুধবার চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান ঘোষণা করেন।
এ মামলার তিন আসামি আবদুল মালেক ওরফে হিরু মালেক, ওমর ফারুক ও আবদুস সালামকে মৃত্যুদণ্ড দেন তিনি।
উল্লেখ, ২০১২ সালের ১৬ আগস্ট রাতে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় সৌদি প্রবাসী আহাম্মদ আলীর বাড়িতে তার স্ত্রী মাবিয়া আক্তার (৪০) ও ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ে সাদিয়া আক্তারকে (১২) গলা কেটে হত্যা করা হয়।
এ ঘটনায় মাবিয়ার ছোট ভাই নুরুল হুদা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: