জাতীয় পার্টির সাবেক নেতা পিরোজপুরের আবদুল জব্বারকে পলাতক ঘোষণা করে তার অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের পক্ষে আইনজীবী নিয়োগ—অভিযোগ গঠনের শুনানি ২০ জুলাই ধার্য করে ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্বারকে গ্রেপ্তার করতে পারেনি। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও আইন অনুযায়ী ট্রাইব্যুনালে হাজির হননি তিনি। এ জন্য তাকে পলাতক ঘোষণা করা হয়েছে। তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল হাসানকে নিয়োগ করেছেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, আবদুল জব্বারের বিরুদ্ধে গত ১ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। তার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে ৩৬ জনকে হত্যা, ২০০ জনকে ধর্মান্তরিত করা এবং ৫৫০টি বাড়িঘর লুট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে, আবদুল জব্বারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আমলে নিয়ে গত ১২ মে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারেনি।
গত রোববার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম জব্বারকে পলাতক ঘোষণা করে তার অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরুর আরজি জানায় ট্রাইব্যুনালে।