নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার দুই সঙ্গীকে সোমবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিতে পারে পশ্চিমবঙ্গ পুলিশ।
এর আগে ৮ দিনের রিমান্ড শেষে গত ২৩ জুন নূর হোসেনকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন পশ্চিমবঙ্গের ওই আদালত। নূর হোসনকে অনুপ্রবেশকারী প্রমাণ করতে অভিযোগপত্র আদালতে উপস্থাপন করতে হবে পশ্চিমবঙ্গ পুলিশকে।
এদিকে, নূর হোসেনকে দেশে ফিরিয়ে নিতে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারের করা আবদেনপত্রটিও আজ আদালতে উপস্থাপন হতে পারে।
উল্লেখ্য, গত ১৪ জুন রাতে কলকাতা বিমানবন্দরের কাছের একটি আবাসন থেকে দুই সহযোগীসহ গ্রেপ্তার হন নূর হোসেন। এ সময় নূর হোসেনের কাছ থেকে বাংলাদেশি সিম উদ্ধার করা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: