সুইস ব্যাংকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদকে আইনি নোটিশ দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার তারেক রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান।
গত ১ জুলাই এক বক্তৃতায়, সুইস ব্যাংকে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর অর্থ আছে, এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও থাকতে পারে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।
এ সময় কায়সার কামাল বলেন, দুই সপ্তাহের মধ্যে সুইস ব্যাংকে তারেক রহমান ও তার পরিবারের টাকা আছে প্রমাণ করতে না পারলে হাছান মাহমুদকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: