সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৩ আগস্ট জমা দিতে র্যাবকে নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর হাকিম আদালত। রোববার মহানগর হাকিম আনোয়ার সাদাত এ আদেশ দিয়েছেন।
গত ২৫ মের আদেশ অনুযায়ী আজ(২৯) জুন তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ঠিক ছিল। তবে র্যাবের সহকারী পুলিশ সুপার ওয়ারেস আলি তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত এ আদেশ দিয়েছে।
উল্লেখ গত ১০ মার্চ সাগর-রুনি হত্যা মামলায় অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় র্যাব। ইলেকট্রনিক মিডিয়া মাছরাঙা টেলিভিশনের নিউজ এডিটর সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: