একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় পুলিশের বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার আশিক সাঈদকে জেরা করেছেন মুফতি হান্নানের আইনজীবী মোহাম্মদ আলী। বুধবার রাজধানীর নাজিম উদ্দিন রোডে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ জেরা করা করা হয়।
এ সময় পুলিশ অধ্যাদেশ অনুযায়ী ২১ আগস্ট আশিক সাঈদ দায়িত্ব পালনে অবহেলা করেন, আইনজীবী এমন অভিযোগ করলে তিনি তা অস্বীকার করেন।
এদিকে, মামলার ৮৯তম সাক্ষী গোয়েন্দা পুলিশের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রহিমের সাক্ষ্য দেয়ার কথা থাকলেও আদালতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় তার সাক্ষ্যগ্রহণ হয়নি। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ১ ও ২ জুলাই ধার্য করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: