চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভার ধসে হতাহতের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এম মজিবুর রহমান এ অভিযোগ গঠন করেন।
আগামী ১৬ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।
২০১২ সালের ২৪ নভেম্বর নির্মাণাধীন বহদ্দারহাট উড়াল সড়কের গার্ডার ধসে ১৬ জন নিহত হন। এ ঘটনায় ২৬ নভেম্বর চাঁন্দগাও থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেন।
মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী প্রকৌশলী ও উড়াল সড়কের প্রকল্প পরিচালক এএএম হাবিবুর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাকসহ ২৫ জনকে আসামি করা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: