চট্টগ্রামে গাড়ি ভাঙচুরের দুটি মামলায় বিএনপি নেতা ও মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আগামী ৩ আগস্ট অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য্য করেছে আদালত।
রোববার জেলা তৃতীয় অতিরিক্ত দায়রা জজ লা মং এ এ শুনানির দিন ধার্য্য করেন।
শুনানি শেষে আদালত থেকে তাকে নিয়ে যাওয়ার সময় হট্টগোলের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।
২০১০ সালের ১২ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় সালাউদ্দিন কাদেরসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: