চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণে ৩ জন নিহতের ঘটনায় করা হত্যা মামলায় হেফাজত নেতা মুফতি ইজহার ও তার ছেলে হারুন ইজহারসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। বুধবার চট্টগ্রাম আদালতের প্রসিকিউশন শাখায় এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা নগরীর খুলশী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ শাহ আলম।
বৃহস্পতিবার তা আদালতে উপস্থাপন করা হবে। অভিযোগপত্রে স্বাক্ষী করা হয়েছে ৩৪ জনকে। বিষ্ফোরক মামলায় এরইমধ্যে মুফতি ইজহার ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২৫ জুন এসিড মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।
এ ৩টি মামলায় ইজাহারের ছেলে হারুন ইজহার গ্রেপ্তার হলেও প্রধান আসামী মুফতি ইজহার এখনো পলাতক। ২০১৩ সালের ৭ অক্টোবর মুফতি ইজহার পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার একটি ছাত্রাবাসে বোমা বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়।