রাষ্ট্রপতির দণ্ড মওকুফের ক্ষমতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রোববার দুপুরে রিটটি দায়ের করে।
সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে দণ্ডপ্রাপ্তদের ক্ষমা করা বা মওকুফের ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। এ অনুচ্ছেদকে সংবিধানের ২৬, ২৭, ৩১, ১১১ ও ১১২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে কেন ঘোষণা করা হবে না। সেই মর্মে রিটে রুল জারির আবেদন করা হয়।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ অ্যান্ড ড্রাফটিং বিভাগের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: