সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল চেয়ে করা রিটের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি শুরু হয়।
পরে দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করে আদালত। রিটকারী আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, আদালত সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিষয়ে কিছু কাগজপত্র চেয়েছে সেগুলেো এই সময়ের মধ্যে দাখিল করতে হবে। ২ সপ্তাহ পর বিষয়টি হাইকোর্টের দৈনন্দিন কার্যতালিকায় (কজ লিস্ট) থাকবে।
এর আগে সোমবার রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ। রিটে অর্থমন্ত্রী, অর্থ সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিটে বলা হয়, গণমাধ্যমে এসেছে, সাংসদদের অনেকেই শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এনে তা চড়া দামে বিক্রি করেন। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি দেয়া হলে সংবিধান অনুযায়ী সব নাগরিকেরই এ সুবিধা প্রাপ্য। তাই তাদের এ সুবিধা অবিলম্বে সবার জন্য উন্মুক্ত অথবা তা বাতিল করতে হবে।