অসহায় ও দরিদ্রদের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়ার উদ্যোগের ফলে ধীরে ধীরে মামলা জট কমে আসছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সারাদেশে জেলা ও ম্যাজিস্ট্রেট আদালতে ২৪ লাখের বেশি মামলা বিচারধীন রয়েছে—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মামলা জট কমাতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম সহায়ক হবে।
আনিসুল হক বলেন, অস্বচ্ছল, দুঃস্থ ও অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। নানাবিধ কারণে বিচার পেতে অক্ষম নাগরিকদের এ কার্যক্রমের আওতায় আইনি সহায়তা দেয়া হচ্ছে।
এটাকে সরকারের বদান্যতা হিসেবে ভাবার কোনো অবকাশ নেই জানিয়ে তিনি আরো বলেন, এ কার্যক্রম নাগরিকদের প্রতি রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।
সংবাদ সম্মেলনে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।