মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র ও বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকারের বিরুদ্ধে শুনানি শেষ, রায় যেকোনো দিন।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ যুক্তিতর্ক শেষ হয়। উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শেষে বিচারের জন্য রায়টি অপেক্ষমাণ সিএভি (কোর্ট অ্যাওয়েটিং ভারডিক্ট) রাখা হয়।
চূড়ান্ত যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল ও আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আব্দুস সবুর খান সমাপনি বক্তব্য দেন।
জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারের বিরুদ্ধে গত বছরের ২৮ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
উল্লখ্য, গত বছরের ৯ অক্টোবর খোকন রাজাকারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণসহ ১১টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
ওই অভিযোগের মধ্যে ছিল- ১৬ জন নারী ও শিশুসহ ৫০ জনকে হত্যা, ৩ জনকে পুড়িয়ে হত্যা, ২ জনকে ধর্ষণ, ৯ জনকে ধর্মান্তরিত করা, ২টি মন্দিরসহ ১০টি গ্রামের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, ৭ জন গ্রামবাসীকে স্বপরিবারে দেশান্তরে বাধ্য করা ও ২৫ জনকে নির্যাতন।
১৯৭০ সালের জাতীয় নির্বাচনে খোকন জামাতের প্রার্থীর পক্ষে বৃহত্তর ফরিদপুর এলাকায় প্রচার চালান। পরে তিনি বিএনপির রাজনীতিতে জড়ান এবং নগরকান্দা পৌর কমিটির সহ-সভাপতি হন।
২০১১ সালে তিনি নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন। পরে মেয়র হিসেবে শপথ নেয়ার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।