খুলনায় অ্যাডভোকেট দুর্গাপদ মণ্ডল হত্যা মামলায় ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মদিনা বেগম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ১৫ জনকে এসময় আদালতে উপস্থিত ছিল। বাকি ৩ আসামি পলাতক রয়েছে। বিগত ২০০০ সালের ২১ জুলাই দাকোপ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হন দুর্গাপদ মণ্ডল।
এ মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: