দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রামের সাবেক পৌর মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমানের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি।
এসময় মহিউদ্দিনের আইনজীবীরা তার জামিন আবেদন করে আদালত তা জামিন মঞ্জুর করেন।
বিগত ২০০২ সালের ১৩ অক্টোবর ক্ষমতার অপব্যবহার ও নিয়ম বহির্ভূতভাবে বহদ্দারহাটে চসিকের দোকান বরাদ্দের অভিযোগে দুদকের সাবেক পরিদর্শক শামসুল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: