যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেছে র্যাব-১। প্রধান আসামী জাহিদ সিদ্দিকী তারকে র্যাবের ক্রসফায়ারে নিহত হওয়ায় তাকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয়া হয়েছে।
মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজীমুর রশিদ সিএমএম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।
পাবলিক প্রসিকিউটর আবদুল্লা আবু দেশ টিভিকে বলেন, গত ১৩ এপ্রিল রোববার র্যাবের তৈরি অভিযোগপত্রটি মঙ্গলবার সকালে আদালতে জমা দেয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন- সাখাওয়াত হোসেন চঞ্চল, ফাহিমা ইসলাম লোপা, জাহাঙ্গীর মণ্ডল, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহেল মাহমুদ, চুন্নু মিয়া, মোহাম্মদ আরিফ, শরিফ উদ্দিন, ইব্রাহিম খলিলুল্লাহ ও রফিকুল ইসলাম চৌধুরী।
পলাতক রয়েছেন- সাখাওয়াত হোসেন চঞ্চল, ইব্রাহিম খলিলুল্লাহ, রফিকুল ইসলাম ও শরিফ উদ্দিন।
জানা গেছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়েছে। সেখান থেকে মামলাটি মহানগর দায়রা জজ জহিরুল ইসলামের বদলি করা হবে। মামলাটির সাক্ষী হিসেবে ২৬ জনের নাম উল্লখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২৯ জুলাই মধ্যরাতে গুলশান ১২৩ নম্বর সড়কের বিপণি বিতান শপার্স ওয়ার্ল্ডের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিল্কীকে গুলি করে সন্ত্রাসীরা হত্যা করে। এ খুনের দৃশ্য ধরা পড়ে শপার্স ওয়ার্ল্ডের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায়।
পরে উত্তরার একটি ক্লিনিক থেকে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ দক্ষিণের যুগ্ম সম্পাদক জাহিদ সিদ্দিকী তারেকসহ কয়েকজনকে গ্রেপ্তার করে র্যা ব। ৩১ জুলাই রাতে ‘ক্রসফায়ারে’ নিহত হন তারেকসহ দুই জন।
মিল্কী হত্যাকাণ্ডের ঘটনায় গুলশান থানায় হত্যা মামলা হয়। মামলাটি পরে তদন্তের দায়িত্ব র্যা বকে দেয়া হয়।