পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলায় রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
রোববার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন নাদিম মোস্তফা। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে নাদিম মোস্তফাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে আদালতে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: