জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চে এ আবেদন করা হয়।
যথাযথভাবে ওই অভিযোগ গঠন করা হয়নি দাবি করে এ রিভিউ আবেদন দয়ের করা হয়। ওই আবেদনের ওপর আগামী বুধবার শুনানির জন্য দিন ধার্য করেছে আদালত।
মামলা ২টির অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আদেশও চাওয়া হয়েছে আবেদনে। সেইসঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় অভিযোগ গঠনের আদেশের কার্যক্রমও স্থগিত চাওয়া হয়।
গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় এ দুই মামলায় অভিযোগ গঠন করে খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিচার শুরুর আদেশ দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে ২০১১ সালে এবং জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশন মামলা দুটি দায়ের করে।