মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল শুনানিতে যুক্তি-তর্ক উপস্থাপন শুরু করেছে আসামিপক্ষ।
রোববার প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে একই বছরের ২৮ মার্চ আসামি ও সরকারপক্ষ আলাদা দুইটি আপিল আবেদন করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: