মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকেকে দেয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল আবেদনের ওপর রাষ্ট্রপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী রোববার আসামিপক্ষ চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করবে।
বৃহস্পতিবার আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ্য, গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে এ রায়ের বিরুদ্ধে আলাদা ২টি আপিল করে সাঈদী ও রাষ্ট্রপক্ষ।
তার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগসহ আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
রায়ে সাঈদীর বিরুদ্ধে গণহত্যাসহ ১২টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওইসব অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়। ওইসব অভিযোগে ন্যায়বিচার পেতে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়। পাশাপাশি অভিযোগ থেকে অব্যাহতি ও দণ্ড থেকে খালাস চেয়ে আসামিপক্ষ আপিল করে।
রায়ের বিরুদ্ধে গত বছরের ২৮ মার্চ সাঈদী ও রাষ্ট্রপক্ষ দুটি আপিল করে। একই বছরের ৩ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনের সারসংক্ষেপ জমা দেয় রাষ্ট্রপক্ষ। এরপর ১৬ এপ্রিল সারসংক্ষেপ জমা দেয় আসামিপক্ষ।