রেলে নিয়োগ-সংক্রান্ত দুর্নীতি মামলার আসামি পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান যন্ত্রপ্রকৌশলী হাফিজুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। হাফিজুর রহমানের বিরুদ্ধে রেলের বিভিন্ন পদে নিয়োগ দুর্নীতি-সংক্রান্ত কয়েকটি মামলা রয়েছে।
এরইমধ্যে রেলের হুইলচেকার ও সহকারি কেমিস্ট পদে নিয়োগ-সংক্রান্ত দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। দুটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেন হাফিজুর রহমান। পরে শুনানি শেষে তাকে কারাগারে নির্দেশ দেন আদালত।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: