রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় মো. শরীফ খান (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় সাইনবোর্ডে ডিউটিতে থাকা একজন ট্রাফিক সার্জেন্ট মোরসালিন গণমাধ্যমকে বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক শরিফ খান গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। আমি একটি ট্রাকে করে তাকে হাসপাতালে পাঠিয়ে দেই। পরে শুনলাম হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা গেছেন। তিনি ডেমরা সারুলিয়া এলাকায় থাকতেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।