রাজধানীর বিজয়নগরে একটি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর পল্টন থানার বিজয়নগরে একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। এরপর আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে এখন মোট ৮টি ইউনিট একযোগে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি।
ভবনটি হামীম ইলেকট্রনিকসের গোডাউন বলে জানা গেছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: