রাজধানীর মালিবাগ পাবনা কলোনিতে সাবিনা ইয়াসমিন (৪৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শাহজাহানপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) হারুনার রশিদ গণমাধ্যমকে জানান, সকালে মালিবাগ পাবনা কলোনির ২২২/গ নম্বর বাড়ির ৫ম তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ছিল মরদেহটি।
মৃত সাবিনা ময়মনসিংহের ফুলপুর উপজেলার স্কুলশিক্ষক মোফাজ্জল হোসেনের স্ত্রী। স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে বনানী ডিওএইচএস-এর ২ নম্বর রোডের একটি বাসায় থাকতেন।
স্বজনরা জানায়, এক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন সাবিনা। ভোরের দিকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।