রাজধানীর উত্তরায় কামারপাড়ায় ভাঙারি কারখানায় বিস্ফোরণে দগ্ধ হওয়া আটজনের কাউকেই বাঁচানো গেল না।
এতদিন বেঁচে থাকা শাহিন (২৫) নামের এক রিকশাচালক শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাতে মারা গেছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত মধ্যরাতে তার মৃত্যু হয়।
মৃত শাহিনের ভাই আরিফুল ইসলাম জানান, তাদের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলায়। ঢাকায় কামারপাড়া এলাকায় থাকতেন। তার বাবার নাম মো. হাসান আলী।
এর আগে গত ৬ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে উত্তরা কামারপাড়া রাজাবাড়ি পুকুর পাড় এলাকায় বিস্ফোরণে আটজন দগ্ধ হন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তারা হলেন- গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪০), রিকশাচালক মিজানুর রহমান (৩৫), শাহীন (২৫), নূর হোসেন (৫০), শফিকুল ইসলাম (৩০), মাসুম মিয়া (৩৫), আল আমিন (৩০) ও গ্যারেজের মিস্ত্রী মো. আলমগীর (আলম) (২৩)।
মেয়াদোত্তীর্ণ হ্যান্ড স্যানিটাইজার বের করে বোতল খালি করার সময় এ বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।