রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটে ট্রেনের ধাক্কায় মোহাম্মদ শামীম নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির বাবা রুবেল মিয়া জানান, তাদের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া থানার চন্দ্রিকান্দ্রা গ্রামে। বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে তিনি মগবাজার ওয়্যারলেস গেট বস্তিতে থাকেন। দুপুরে ট্রেনলাইনের পাশে খেলা করছিল শামীম। লাইন পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় সে আহত হয়।
শামীমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: