রাজধানীর সবুজবাগে ট্রাকের ধাক্কায় মো. হালিম বেপারী (৫২) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন।
এ সময় তিনি দেশ টিভিকে জানান, খবর পেয়ে ফ্লাইওভারের ঢালে ফুটপাত থেকে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয় ।
গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে সবুজবাগ থানা পুলিশ।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক আরো জানান,একটি বেপরোয়া গতির ট্রাক চালকসহ অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে ফুটপাতে উঠে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দেয়। এঘটনার পরপরই পিকআপ ভ্যানচালক পালায়। গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহটি ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
হালিম বেপারীর ছেলে মো. স্বপন জানান, তাদের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলার পূর্ব মির্জাচর মুন্সীকান্দি গ্রামে। পরিবার নিয়ে সবুজবাগ কদমতলা পূর্ব বাসাবোর একটি বাসায় ভাড়া থাকেন।