রাজধানীর পল্টন থানাধীন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৫৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে পল্টন থানা পুলিশ।
পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) বিজন কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, লোক মারফত খবর পাওয়া যায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে এক নারীর মরদেহ পড়ে আছে। পরে ওই নারীর মরদেহ উদ্ধার করি।
এসআই আরও জানান, ওই নারী ভবঘুরে প্রকৃতির। দীর্ঘদিন ধরে ওই এলাকায় থাকতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: