রাজধানীর তেজগাঁও বিজয় সরণী লাভ রোডে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। তার নাম ইমরান হোসেন (৩৫)।
বুধবার (৬ জুলাই) পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলাম জানান, রাতে লাভ রোডে ওভারব্রিজের ঢালে অটোরিকশাটিকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন চালক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিএনজিতে আর কোনো যাত্রী ছিলেন না। ঘটনার পরপরই চালকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
স্বজনরা জানান, নিহতের বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। বাবার নাম মফিজ। খিলগাঁও এলাকায় থাকতেন তিনি।