পাঁচ বছর ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পশুবাহী ট্রাকে ডাকাতি করা একটি চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
সোমবার (৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া অফিসে সংবাদ সম্মেলনে সংস্থার সহকারী পরিচালক নোমান আহমদ বলেন, সামনে ঈদকে ঘিরে গাজীপুরে বিভিন্ন ডাকাতচক্র সংগঠিত হচ্ছে এমন তথ্য আমরা পাই। তারপর থেকে ছায়া অভিযান শুরু করা হয়। রাত ১টার দিকে ৯ জন ডাকাত দলের সদস্যকে ধরতে সক্ষম হই।
গ্রেপ্তার ৯ ডাকাতের কাছ থেকে নগদ টাকা, ১১টি মুঠোফোন, একটি বিদেশি পিস্তল ছাড়াও উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র।
র্যাব জানায়, দলের নেতা আন্ডু মিয়ার নেতৃত্বে পরিচালিত হতো সংঘবদ্ধ চক্রটি। বাকি সদস্যদের গ্রেপ্তারে চলছে অভিযান।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: