রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন আব্দুস সামাদ (৩৪) নামে এক পুলিশ সদস্য।
বৃহস্পতিবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি মেডিসিন বিভাগে ভর্তি আছেন।
পুলিশ সদস্য আব্দুস সামাদকে উদ্ধার করে নিয়ে আসা সাইদুল গণমাধ্যমকে বলেন, তিনি একজন পুলিশ কনস্টেবল। শ্যামলী থেকে শুভযাত্রা পরিবহনে তিনি গুলিস্তান যান। বাসেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন আব্দুস সামাদ। তাকে রাস্তা থেকে তুলে প্রথমে পুলিশ কন্ট্রোল রুমের সামনে নিয়ে যান এক রিকশাওয়ালা। পরে সেখান থেকে অচেতন অবস্থায় আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক পাকস্থলী ওয়াশ করে তাকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন।
তিনি আরও বলেন, চক্রটি আব্দুস সামাদের সঙ্গে থাকা মোবাইল ও প্রায় ২০ হাজার টাকা নিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।