ঢাকার ইসকন মন্দিরে শুক্রবার (১ জুলাই) বিকেলে রথযাত্রা উৎসব উদ্বোধন করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা। আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।
করোনাভাইরাসের সংক্রমণ কমার প্রেক্ষাপটে দুই বছর পর ঐতিহাসিক রথ শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে এবারের উৎসবটি উদযাপিত হচ্ছে। করোনার কারণে গত দুই বছর সীমিত পরিসরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছিল।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে গিয়ে পরিকল্পনা মন্ত্রী অন্য অতিথি এবং পূণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
রথযাত্রা বিভিন্ন নামে পরিচিত। পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়। ঢাকার ধামরাইয়ে এটি পরিচিত যশোমাধবের রথযাত্রা নামে।
গাজীপুরের জয়দেবপুরে বলা হয়, মাণিক্যমাধবের রথযাত্রা। এখানে শুক্রবার সকালে রথমেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান
রথযাত্রা উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিক, সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সহ-সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী এবং সাধারণ সম্পাদক রমেন মণ্ডল ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।