বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণি-বিতান, মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে থাকবে ঢাকার দুই সিটি করপোরেশন।
দুই সিটি করপোরেশনের (ডিএসসিসি ও ডিএনসিসি) কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে তারা রাতে দোকানপাট ও বাজার পরিদর্শনে তদারক দল পাঠাবেন।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, ‘আমরা আমাদের সিটি করপোরেশনের ৯২টি বাজারে পরিদর্শন টিম পাঠাবো। তারা বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করবেন।’
তিনি বলেন, কেউ দোকান বন্ধ না রাখলে সরকারের জননিরাপত্তা বিভাগ ব্যবস্থা নেবে। এমন নির্দেশনা দেওয়া আছে সরকারের পক্ষ থেকে।
উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেছেন, ‘আমরা রাতে পরিদর্শক দল পাঠাবো বাজার ও দোকানপাট বন্ধ করা হয়েছে কিনা দেখতে। যেসব স্থাপন খোলা রাখা হবে তাদের তালিকা হবে।’
তিনি জানিয়েছেন, আপাতত শুধু প্রচার-প্রচারণায় গুরুত্ব দেওয়া হবে। কাউকে জেল-জরিমানা করবে না।
রোববার (১৯ জুন) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে রাত ৮টায় দোকান বন্ধের সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। এ সময় এফবিসিসিআই, দোকান মালিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।