রাজধানীর ডেমরায় ছিনতাইকারী সন্দেহে মো. রাকিব মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহিন ও নাজমুল নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বাদশা মিয়া রোডের ৬ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিব মিয়ার গ্রামের বাড়ি দিনাজপুরে। তিনি ডেমরার পাইকি এলাকার বাসিন্দা।
রাকিবকে হাসপাতালে নিয়ে আসা জুবায়ের হোসেন জানান, ডেমরার বাদশা মিয়া রোডের ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন রাকিব মিয়া। এসময় মোবাইল ছিনতাইকারী সন্দেহে তাকে ইট দিয়ে আঘাত করেন স্থানীয়রা। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মারধরের শিকার এক যুবককে হাসপাতালে আনা হয়। ঢামেকে আনার পরই তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।