ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে হাসপাতালের কর্মচারীরাই তা নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সকাল সোয়া ৭টার দিকে হাসপাতালের ১১২ নম্বর ওয়ার্ডের বারান্দায় এক চিকিৎসকের রুমে এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতালের ১১২ নম্বর ইউরোলজি বিভাগে ভর্তি রোগী হান্নান পাঠান জানান, সকালে বারান্দায় তার বেডে বসে ছিলেন তিনি। তখন পাশেই চিকিৎসকের রুম থেকে ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে হাসপাতালের নার্সদের বিষয়টি জানান।
আরেক রোগীর স্বজন আহসান হাবীব জানান, আগুনের ধোঁয়া দেখেই সব রোগী ও সঙ্গে থাকা স্বজনরা ছোটাছুটি করে ওয়ার্ড থেকে বাইরে বের হয়ে যান।
ওয়ার্ডের দায়িত্বরত এক সিনিয়র স্টাফ জানান, রুমটিতে দুই মেডিকেল অফিসার ডিউটি করেন। সকালে রুমটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। রুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে ডাক্তারদের ফোন দেয়া হয়। তারা এসে রুমের দরজা খুলে দিলে নার্স ও কর্মচারীরাই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকালে ইউরোলজি বিভাগের বারান্দায় চিকিৎসকদের একটি রুমে আগুন লাগার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে স্টাফরাই আগুন নিভিয়ে ফেলেছেন। কেউ হতাহত হয়নি। কী থেকে আগুনের সূত্রপাত, তা জানার চেষ্টা চলছে।