ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম আশঙ্কা করছেন এ বছর ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে। নগরবাসীকে সতর্ক করেছেন তিনি। বলেছেন মশার বংশবৃদ্ধিতে ভূমিকা রাখবে যারা তাঁদের বিরুদ্ধে মামলা হবে। হুঁশিয়ারি দিয়েছেন এ ব্যাপারে কঠোর থাকবে সিটি কর্পোরেশন।
আজ বুধবার সকালে রাজধানীর উত্তরায় এডিস ও ডেঙ্গু বিরোধী নাগরিক সচেতনতামূলক পথসভায় তিনি এ সব কথা জানান।
আতিকুল ইসলাম বলেন, ‘আমরা যেটা তথ্য পেয়েছি গত বছরের চেয়ে এবার ডেঙ্গু আরও বেশি ভয়ংকর হতে পারে। আমার কথা হলো, আমরা সাধ্য মতো চেষ্টা করব। যা যা করা দরকার আমার কাউন্সিলদের নিয়ে, সিটি করপোরেশনের সবাইকে নিয়ে তা করব। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ক্যাম্পেইন করা হবে।’
তিনি বলেন, ‘এডিসের লার্ভা পাওয়া গেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আইন অনুযায়ী নিয়মিত মামলা হবে। কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে।’
ডিএনসিসি সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি এলাকায় ১০ দিনের মশা (ডেঙ্গু ও এডিস) নিধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। ১৭-২৬ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে।
মশক বিভাগকে নির্দেশনা দিয়ে মেয়র বলেন, ‘অভিযান চলাকালীন ১০ দিন মশক বিভাগের সব ছুটি বাতিল করা হলো। এদিন তাঁদের সবাইকে কাজে থাকতে হবে। আমাদের কাউন্সিলররা মাঠে থাকবেন। আমাদের মহিলা কাউন্সিলররা মাঠে থাকবেন। সামাজিকভাবে সব স্কুলে, পাড়া-মহল্লা, মসজিদে খুতবার সময় যেন প্রচার করা হয় তারও নির্দেশনা দিচ্ছি।’
মশার বংশবৃদ্ধিতে যারাই ভূমিকা রাখবে তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘সরকারি হোক, বেসরকারি হোক কিংবা আধা সরকারি হোক এডিসের লার্ভা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা করা হবে।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, ডিএনসিসির কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।