রাজধানীর খিলক্ষেতের ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১২টার দিকে সুরমা মেইল ট্রেনের ইঞ্জিন রুমে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেন কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানিয়েছেন, কমলাপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রেন ৯নং সুরমা মেইলে আগুনের ঘটনা ঘটেছে। যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকা ছেড়ে যাওয়ার পথে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। কেউ হতাহত হননি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: