রাজধানীর রামপুরা এলাকায় একটি ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে মালিকসহ ৫ জন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রামপুরা চৌধুরীপাড়া বউবাজার এলাকায় রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙারির দোকানে আগুনের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—দোকানের মালিক নাদের আলী (৫০), শ্রমিক সিদ্দিকুর রহমান (৬০), হেলাল উদ্দিন (৫০), নূরনবী (৫১) ও ইউসুফ মিয়া (৪৯)।
মধ্যরাতে মালিকসহ চার শ্রমিক একটি পিকআপে ভাঙারি মালামাল তুলছিল। তখন সেখানে আগুনের ঘটনা ঘটে। এতে মালিক ও চার শ্রমিক দগ্ধ হয়। পরে খবর পেয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, সিদ্দিকের ৭৪, হেলালের ৮৫, নূরনবী ৪২ ও ইউসুফের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চারজনের অবস্থাই আশঙ্কাজনক।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: