রাজধানীর মালিবাগে ট্রাকের ধাক্কায় মোঃ মামুন (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫শে ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টায় রামপুরা চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
মোঃ মামুন পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
মৃত মামুনের চাচাতো ভাই মোঃ নাছির উদ্দিন জানান, রাতে বাসায় ফেরার সময় রামপুরা আবুল হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে চাকায় তার দুই পা পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন রাত পৌনে ১ টায় অবস্থায় মারা যান তিনি।
মৃত মামুন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মৃত মোঃ জলিল উদ্দিনের ছেলে। বর্তমানে রামপুরা চৌধুরীপাড়া পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: