সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ (৯২) গুরুতর অসুস্থ হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তার এক নিকটাত্মীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চিারপতি সাহাবুদ্দীন আহমদ বিগত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। সপ্তাহখানেক আগে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, সাবেক এই রাষ্ট্রপতির শারীরিক অবস্থা বর্তমানে বেশ সঙ্কটাপন্ন। তিনি এখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: