ট্রাকের চাপায় রাজধানীর রমনার অফিসার্স কোয়ার্টার সড়কে এক ভ্যান চালক নিহত হয়েছেন এবং আরেক ভ্যান চালক আহত হয়েছেন। আজ সোমবার (২৪জানুয়ারী) ভোর ছয় টার দিকে ঘটনাটি ঘটে। নিহতের নাম নুর আলম (৪০) ও আহতের নাম মোঃ তুহিন (৩৬)।
তারা দুই ভ্যান ভর্তি ডিম নিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ট্রাকটি চাপা দিয়ে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন। আহত তুহিন চিকিৎসাধীন রয়েছেন।
আহত তুহিনের ভাই মোঃ শামিম জানান, নুর আলম ও তুহিন দুটি ভ্যানে প্রায় সাড়ে ছয় হাজার করে ডিম বোঝাই করে কারওয়ান বাজার থেকে জিনজিরা যাচ্ছিল। পথিমধ্যে রমনা অফিসার্স কোয়ার্টারের সামনের রাস্তায় পেছন থেকে শাহ সিমেন্ট-এর (মিকচার মেশিন যুক্ত) একটি ট্রাক তাদের চাপা দেয়।
দেশটিভি/মনজুর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: