রাজধানীর ডেমরা থানা এলাকার রাজমহল সিনেমা হলের পাশে একটি টিনশেড ভবনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে ডেমরা থানা এলাকার রাজমহল সিনেমা হলের পাশে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। এছাড়া ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে বিশেষ পানিবাহী গাড়ি দুর্ঘটনাস্থলে রওনা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: