রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে।বুধবার বেলা পৌনে ১২ টার দিকে গুলিস্তান মোড় হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া জানান, এ ঘটনায় সিটি কর্পোরেশনের গাড়িটি জব্দ করা হয়েছে। আর আটক করা হয়েছে গাড়িটির চালককে।
নিহত শিক্ষার্থীর নাম নাইম হাসান। সে নটরডেম কলেজে পড়ত। তার বয়স ১৭ বছর।
বেলা ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। / ডিবিসি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: