রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. (বিডিবিএল) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার সকাল ৬টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুনে ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার যুগান্তরকে বলেন, সকাল ৬টা ৫০ মিনিটে বিডিবিএল ভবনের ওপরের তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণেে আসে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা হয়নি। ক্ষতির খবর আমরা পাইনি।