বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে আগামীকাল (বুধবার)। নেপিয়ারে বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলা শুরু হবে।
এরইমধ্যে অকল্যান্ড থেকে নেপিয়ারে পৌঁছেছে টাইগাররা। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া সাকিবের বদলি কে হবেন তা এখনো জানায়নি ক্রিকেট বোর্ড।
গত কয়েক বছরে ওয়ানডেতে অনেকটা এগিয়েছে বাংলাদেশ। তবে বিদেশ সফরে সাফল্যের সংখ্যা খুবই কম। নিউজিল্যান্ডকে ঘরের মাঠে দুবার হারানোর অভিজ্ঞতা থাকলেও, কিউদের বাড়িতে তাদের কখনোই হারাতে পারেনি বাংলাদেশ।
নিজ দেশে ২০১০ ও ২০১৩ সালে নিউজিল্যান্ডকে ধবলধোলাই বাদে, ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ওয়ানডেতে লাল-সবুজদের জয় মাত্র তিনটি। তবে এর মধ্যে শেষ দুটি জয়ই এসেছে ২০১৭ সালে।
ওই বছর আয়ারল্যান্ডে স্বাগতিকদের সঙ্গে ট্রাই-সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জিতে বাংলাদেশ।
অন্যটি ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-মাহমুদুল্লাহর অবিশ্বাস্য জুটিতে পাওয়া অবিস্মরনীয় জয়। মুখোমুখি ৩১ ওয়ানডেতে বাংলাদেশ ১০টি আর নিউজিল্যান্ড ২১টি জিতেছে।
আর শেষ পাঁচ ওয়ানডের মধ্যে বাংলাদেশের জয় দুটিতে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সময়সূচি:

বাংলাদেশ-নিউজিল্যান্ড সময়সূচি