লিওনেল মেসির দুই গোল ও একটি অ্যাসিস্টের পরেও হারলো বার্সলোনা। স্প্যানিশ লিগে রিয়াল বেতিসের কাছে সাত গোলের ম্যাচে ৪-৩ এ হেরেছে কাতালানরা।
এদিকে, রোনালদো-মানজুকিচের গোলে ইতালিয়ান লিগে এসি মিলানকে হারিয়েছে ইউভেন্টাস। আর ফ্রেঞ্চ লিগে কাভানির হ্যাটট্রিকে মোনাকোর বিপক্ষে ৪-০ গোলে জিতেছে পিএসজি।
লা লিগায় নিজের ফিরতি ম্যাচের দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন মেসি। প্রধমার্ধেই দুই গোলে পিছিয়ে থাকা বার্সা মেসির পেনাল্টিতে ব্যবধান কমায়। কিন্তু প্রত্যেকবার বার্সা ব্যবধান কমানোর পর আবারো এগিয়ে যেতে সফল হয় রিয়াল বেতিস।
স্প্যানিশ লিগে দুই বছরে নিজেদের মাটিতে এটি বার্সার প্রথম হার। সেল্টা ভিগোকে একই ব্যবধানে হারিয়ে বার্সার সঙ্গে পয়েন্টের পার্থক্য চারে নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। এদিকে ইতালিয়ান লিগে মানজুকিচের হেডারে লিড নেয়ার পর, রোনালদোর গোলে ব্যবধান দ্বিগুণ করে ইউভেন্টাস।
এরপর মাথা গরম করে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এসি মিলান ফরওয়ার্ড গঞ্জালো হিগুয়াইন। এছাড়া ফ্রেঞ্চ লিগে কাভানির হ্যাটট্রিক ও নেইমারের পেনাল্টিতে মোনাকোকে হারিয়ে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে তেরোতে নিয়ে গেছে পিএসজি।